সাংবাদিক শিমুল হত্যার ৩য় বার্ষিকী, বিচার দাবিতে স্বজন ও সহকর্মীদের মৌন মিছিল

0
932
সাংবাদিক শিমুল হত্যার ৩য় বার্ষিকী, বিচার দাবিতে স্বজন ও সহকর্মীদের মৌন মিছিল
ছবিঃ রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

খবর৭১ঃ

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির দাবী জানিয়ে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ সোমবার শিমুল হত্যার তৃতীয় বর্ষপূর্তি পালন করেছেন স্থানীয় সাংবাদিক, শিমুলের পরিবার ও এলাকাবাসি।

এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল, কালো পতাকা উত্তোলন, সাংবাদিক শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল, প্রতিবাদ সমাবেশ, কবর জিয়ারত, কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ। এ দিন সকালে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে কালো পতাকা উত্তোলন ও নিহতর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর মুখে কালো কাপড় বেধে শহরে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শাহজাদপুর পৌর শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এরপর শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহার, সমকালের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

বক্তারা সাংবাদিক শিমুল হত্যা মামলাটির বিচারকার্যের দীর্ঘসূত্রিতা দ্রুত কমিয়ে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সরকার ও বিচার বিভাগের কাছে জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন। বক্তরা বলেন, এ হত্যাকান্ডের ৩ বছর পার হলেও বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দুরের কথা চার্জ গঠন প্রক্রিয়াই সম্পন্ন হয়নি। অবিলম্বে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে চার্জ গঠন প্রক্রিয়া শেষ করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তারা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,নিউএজ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সুলতানা ইয়াসমিন মিলি, একুশে টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন মির্জা, দৈনিক দেশরূপান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহান, দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি কোরবান আলী লাভলু, একাত্তর টিভির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি ফরিদ আহম্মেদ চঞ্চল, দৈনিক আমার সংবাদের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, আজকালের খবরের উপজেলা প্রতিনিধি মাসুদ মোশাররফ, খবর ৭১ প্রতিনিধি রাজিব আহমেদ, ঢাকা প্রতিদিনের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এমএ জাফর লিটন, ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি জেলহক হোসাইন, নিহত শিমুলের মামা আব্দুল মজিদ মন্ডল, ভাই আবুল কালাম আজাদ, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক মেয়ে তামান্না-ই-ফাতেমা প্রমুখ। উল্লেখ্য,২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পৌর শহরের মনিরামপুরে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন।

ওইদিন চিকিৎসার জন্য প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি দেখে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন ৩ ফেব্রুয়ারী উন্নত চিকিৎসার জন্য শিমুলকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। পরে সাংবাদিক শিমুলের স্ত্রী বাদী হয়ে পৌর মেয়র মিরুসহ ৪০ জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মিরুসহ ৩৮জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বর্তমানে মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে চার্জ গঠন প্রক্রিয়ায় রয়েছে। এ ছাড়া এ মামলার সব আসামী জামিনে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here