করোনাভাইরাসের পর চীনে এবার বার্ডফ্লু

0
503
করোনাভাইরাসের পর চীনে এবার বার্ডফ্লু

খবর৭১ঃ চীনে মহামারী করোনাভাইরাসের পর এবার এইচ৫এন১ ভাইরাসজনিত বার্ডফ্লু দেখা দিয়েছে।এইচ৫এন১ ভাইরাসের কারণে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে। এটি বার্ডফ্লু নামেই পরিচিত।

দেশটির হুনানপ্রদেশের শাওয়্যাং শহরের একটি পোলট্রি ফার্মে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। খবর বিবিসির। পাখি থেকে মানবদেহে সংক্রমণের এ ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় হুনানে নিধন করা হয়েছে প্রায় ১৮ হাজার মুরগি।

চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায়। তাদের পক্ষ থেকে বলা হয়, ওই পোলট্রি ফার্মে ৭ হাজার ৮৫০টি মুরগি বার্ডফ্লুতে আক্রান্ত হয়ে সাড়ে ৪ হাজার মারা যায়। পরে বার্ডফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১৭ হাজার ৮২৮টি মুরগি নিধন করা হয়।

২০১৫ সালে চীনের সিচুয়ানপ্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। তবে এটি অন্য প্রাণঘাতী ভাইরাসের তুলনায় কিছুটা দুর্বল বলে ধারণা করা হয়।

নতুন করে ছড়ানো এ ভাইরাসে এখনও কোনো মানুষের আক্রান্ত হওয়ার খবর মেলেনি। তবে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য সর্বোচ্চ সতর্কতায় রয়েছে চীনা কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here