খবর৭১ঃ বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ থেকে সাত শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে বিএনপি। আজ রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যে ভোট পড়েছে সেগুলো জনগণ দিয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘না কখনোই না। আমার কাছে রিপোর্টগুলো আছে, ম্যাক্সিমাম ৫/৬ শতাংশ অথবা ৭ শতাংশ ভোট পড়তে পারে বলে আমাদের কাছে তথ্য আছে।
ভোটের সংখ্যা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সিস্টেমের উপরেই জনগণের আস্থা চলে গেছে। আওয়ামী লীগের অধীনে এবং এই নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচনেই জনগণের কোনো আস্থা নেই। সে কারণেই ভোটের সংখ্যা এত কম।