খবর৭১ঃ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পুরো শহর পোস্টারে ছেয়ে যাওয়ায় বিপাকে নগরবাসী। সব রাস্তাঘাট আর বিল্ডিংয়ের দেয়াল যেন পোস্টারের দখলে। তবে নির্বাচনের পরপরই পোস্টার অপসারণের উদ্যোগ নিয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তার ফেইসবুক পেইজে তিনি লিখেন, ‘আমরা জানি আপনারা এই শহরে পোস্টারিংয়ের একটা সমাধান দেখতে চান। তার শুরু আমরাই করবো।’
গতকাল শনিবার ( ১ জানুয়ারি) ঢাকার উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে ঘিরে পুরো ঢাকা শহরই পোস্টারে সয়লাব হয়ে যায়।তবে এই পোস্টারকে দ্রুতই অপসারণ করা হবে বলে জানিয়েছেন আতিকুল ইসলাম।
এরই মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন সোমবারের মধ্যে ঢাকা শহরের পোস্টার না সরালে জরিমানা গুণতে হবে প্রার্থীদের। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো: আলমগীর আরও বলেন, যে যে প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন নিজ দায়িত্বেই তার পোস্টার অপসারণ করতে হবে।