অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

0
617
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

খবর৭১ঃ
দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিল না বাংলাদেশের যুবারা। দুর্দান্ত ব্যাটিং-বোলিং সব মিলিয়ে দারুণ এক জয় পেয়েছে লাল-সবুজের দল।

বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১০৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে কাঙ্ক্ষিত সেমিফাইনালে জায়গা করে নিলো তৌহিদ, তানজিদ, শাহদাতরা।

শেষ আটের লড়াইয়ে পোচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৫৭ রানে আটকে দেয় বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৫ উইকেটে ২৬১ রান করে। আর সেই রানের লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়ারা ৪২ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায়।

ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে দারুণ ইনিংস খেলেন তানজিদ হাসান ও শাহাদাত হোসেন। আর বোলিংয়ে তো তাণ্ডব চালিয়েছেন বাঁ হাতি স্পিনার রকিবুল হাসান। তার সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের এই বোলার ১৯ রানে ৫ উইকেট নেন।

যুব বিশ্বকাপে এটা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠা বাংলাদেশের। এর আগে ২০১৬ সালে একবার সেমিফাইনালে ওঠেছিল বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here