মিজানুর রহমান মিলন,সৈয়দপুর :
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সৈয়দপুর উপজেলা শাখার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের মর্তুজা মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর ওইসব কর্মসুচি পালন করা হয়। সন্ধ্যায় দিবসটি উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা ও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ ও রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম।
দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল হক চন্দন। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান মিন্টু,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা অনুষ্ঠান শেষে সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এর আগে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মর্তুজা মিলনায়তন মঞ্চে কেক কাটা হয়।
এ অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।