সাংসদ পিএস তোফায়েলের বিরুদ্ধে আনিত অভিযোগ; জনমনে বিদ্রূপ প্রতিক্রিয়া

0
1641
সাংসদ পিএস তোফায়েলের বিরুদ্ধে আনিত অভিযোগ
সাংসদ পিএস তোফায়েল। ছবিঃ আব্দুল আওয়াল।

খবর৭১ঃ

আব্দুল আওয়ালঃ নেত্রকোনা-৪ অাসনের মাননীয় সাংসদ জনাব রেবেকা মমিনের পিএস হিসাবে জনাব তোফায়েল অাহম্মদ দীর্ঘ দিন ধরে সততার সহিত কাজ করে অাসছেন। এর অাগে তিনি মোহনগঞ্জ ডিগ্রী কলেজে অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। তিনি মোহনগঞ্জ ডিগ্রী কলেজ সরকারিকরণে অগ্রণী ভুমিকা পালন করেন।

উক্ত কলেজে তার চাকুরী বিধি বিধানের আলোকেই সম্পন্ন হয়েছিল। তিনি কলেজ সরকারিকরণের পূর্ব পর্যন্ত কলেজ এবং সরকারি উৎস থেকে কোন প্রকার অর্থ গ্রহণ করেন নাই। কলেজ সরকারিকরণের পরবর্তী সময়ে বিধি মোতাবেক তিনি তার চাকরি জীবনের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। সরকারি চাকরি ও রাজনীতি একসাথে চলতে পারে না এই নৈতিকতাবোধ থেকে তিনি কলেজের চাকরিতে ইস্তফা দিয়েছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মোহল তাঁকে ঘিরে সম্প্রতি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে, যা খুবই দুঃখজনক। এতে মোহনগঞ্জ তথা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির জনমনে এক বিদ্রুপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এ ব্যাপারে জনাব তোফায়েল অাহম্মদ বলেন, এ ধরেনের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here