খবর৭১ঃ কুমিল্লার চান্দিনায় মোবাইল ফোন ফেরত চাওয়ায় মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের বরাট গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী।
নিহতের ভাগিনা রাসেল জানান, রবিবার সকালে বরাট বাজারে মিজানুরের মুরগির দোকানে মুরগি কিনতে যায় পার্শ্ববর্তী সাইতলাগুচ্ছ গ্রামের মৃত মো. আজিজের ছেলে আহাম্মদ আলী। ওই সময় মিজানুরের ছোট ভাই সফিউল্লাহ সুফী দোকানে বসা ছিলেন। আহাম্মদ আলী মুরগি কেনার পর ফোন করার অযুহাতে সুফির ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। সন্ধ্যা সাতটায় মিজানুর মাইক্রোবাসযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা থেকে বাড়ি ফেরার সময় ওই গাড়িতে আহাম্মদ আলীর সঙ্গে দেখা হয়।
এ সময় দুজনের মধ্যে মোবাইল ফোনের বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে গাড়িটি নূরীতলা নামক স্থানে পৌঁছলে আহাম্মদ আলী ছুরি দিয়ে মিজানুরের বুক-পেটসহ শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করে। পরে অস্ত্রের মুখে চালককে হুমকি দিয়ে গাড়ি থামিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন মিজানুরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনাটি শোনার পরপরই আমরা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঘটনাস্থল যাই। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।