প্রধানমন্ত্রী নিজ হাতে রান্না করা খাবার পাঠালেন সাকিব-শিশিরের জন্য

0
627
প্রধানমন্ত্রী নিজ হাতে রান্না করা খাবার পাঠালেন সাকিব-শিশিরের জন্য
সাকিবের বাসায় এসব খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিঃ সাকিবের ফেসবুক পেজ।

খবর৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ামোদী। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের প্রতি তার ভালোবাসা একটু বেশিই। সাকিব, মাশরাফি, মুশফিক এবং তাদের পরিবারের প্রতি তার সখ্যতা অনেক। যার সর্বশেষ নজির দেখা গেল  প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা খাবার সাকিব-শিশির দম্পতির বাসায় পাঠানোর মাধ্যমে।

গতকাল সাকিব-শিশির তাদের মেয়ে আলায়না হাসান অব্রিকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর বাসায় যান। সেখানে বেশকিছুক্ষণ সময় কাটানোর পর কথা প্রসঙ্গে শিশিরের কাছে তার প্রিয় খাবারের নাম জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে শিশির যেসব খাবারের নাম বলেছেন পরদিন সকালে সেসব খাবারই নিজ হাতে রান্না করে পাঠিয়ে দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নিজ হাতে রান্না করা খাবার পাঠালেন সাকিব-শিশিরের জন্য
সাকিবের স্ত্রী শিশির এবং তাঁর মেয়ে আলাইনার সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি: সাকিবের ফেসবুক পেজ.

সাকিবের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, পোলাও, রোস্ট, রসগোল্লা, গুড়ের সন্দেশ, ছানা ও শীতের পিঠা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর এমন ভালোবাসা পেয়ে আভিভূত সাকিব ও শিশির দম্পতি।

এনিয়ে সাকিব নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাসও দেন।

প্রধানমন্ত্রী নিজ হাতে রান্না করা খাবার পাঠালেন সাকিব-শিশিরের জন্য
সাকিবের মেয়ে আলাইনার সঙ্গে প্রধানমন্ত্রী। ছবিঃ সাকিবের ফেসবুক পেজ।

সাকিব লিখেন, ‘আমি এ পৃথিবীর সৌভাগ্যবান ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রীর রান্না করা খাবার পেয়ে আমি সত্যিই অভিভূত। গতকাল যখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাই তখন কথা প্রসঙ্গে আমার স্ত্রীর প্রিয় খাবারের কথা জানতে চান তিনি। আর সকালেই নিজ হাতে রান্না করা সুস্বাদু খাবার পাঠিয়ে দেন। প্রধানমন্ত্রীর এমন ভালোবাসার জবাবে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। এটা সারাজীবন আমার হৃদয়ে থেকে যাবে। আমরা সত্যিই অনেক ভাগ্যবান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here