বন্দুকযুদ্ধে ৩১ হত্যা মামলার আসামি নিহত

0
533
বন্দুকযুদ্ধে ৩১ হত্যা মামলার আসামি নিহত

খবর৭১ঃ চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩১ হত্যা মামলার আসামী দস্যু মোরশেদ আলম নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র, তিনটি রামদা ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মোরশেদ আলমের বিরুদ্ধে বঙ্গোপসাগরে ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের বেশি মামলা রয়েছে।

নিহত মোরশেদ আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরে একজন দস্যু বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন। রবিবার ভোরে চট্টগ্রামের বাঁশখালীর বাণীগ্রাম এলাকায় এই বন্দুকযুদ্ধ মোরশেদ নিহত হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

জানা যায়, মোরশেদ আলম বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত দস্যু। বাঁশখালী বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের পর তার মরদেহটি পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here