শাহজাদপুরে মেয়াদ উত্তীর্ণ সয়াবিন মজুদের দায়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা দন্ড!

0
845
শাহজাদপুরে মেয়াদ উত্তীর্ণ সয়াবিন মজুদের দায়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা দন্ড!

রাজিব আহমেদ,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আজ শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেনসহ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারের ত্রিনাথ ভান্ডার নামক দোকানে অভিযান চালিয়ে ২ ড্রামে মজুদকৃত প্রায় আড়াই’শ লিটার মেয়াদ উত্তীর্ণ ও দূষিত সয়াবিন তেল ও ২’শ ৬০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ছোট বড় ২’শ ৬০ টি প্লাষ্টিকের খালি বোতল উদ্ধার করে।

এসময় আরো উপস্থিত ছিলেন এসআই গোলজার হোসেন ও এসআই বিরঙ্গ চন্দ্র মন্ডল, এ সময় পুলিশ ওই দোকানের মালিক ভক্ত কুমার সাহাকে আটক করে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ শামসুজ্জোহা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মেয়াদ উত্তীর্ণ ও খাবারের অনুপযোগী সয়াবিন তেল মজুদ ও বিক্রির অপরাধে ত্রিনাথ ভান্ডারের মালিক ভক্ত কুমার সাহাকে ২ লাখ টাকা জরিমানা করে। পরে উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল ও প্লাষ্টিকের খালি বোতল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, মালিক শাহজাদপুর পৌর এলাকার রায়পাড়া মহল্লার মৃত ফটিক সাহা’র ছেলে ভক্ত কুমার সাহা বিভিন্ন স্থান থেকে কম দামে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল কিনে এনে খালি প্লাষ্টিকের বোতলে ভরে দ্বারিয়াপুর বাজারের গুঁড় পট্টিস্থ তার দোকান ত্রিনাথ ভান্ডারে রেখে বেশি দামে বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here