জালনোটসহ মালির নাগরিক গ্রেফতার

0
624
জালনোটসহ মালির নাগরিক গ্রেফতার

খবর৭১ঃ রাজধানীর মগবাজার এলাকা থেকে এক লাখ টাকা মূল্যমানের বাংলাদেশি জাল মুদ্রাসহ এক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম(সিটিটিসি)।

গ্রেফতারকৃতের নাম বাকাউ কামারা। তিনি মালির নাগরিক। এ সময় জাল মুদ্রা তৈরিতে ব্যবহৃত কাগজ ও কেমিক্যাল উদ্ধার করা হয়। শুক্রবার তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা হয়েছে।

সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজার এলাকার হোটেল তাজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম বিভাগ।

তিনি বলেন, বাকাউ কামারা বাংলাদেশিদের কাছে জাল মুদ্রা বিক্রয় করত। মুলত তিনি ফেসবুকের মাধ্যমে খদ্দের খুঁজতো ও জাল মুদ্রা বিক্রয় করে আমাদের দেশের নাগরিকদের প্রতারণা করতো। সাইবার ইন্টেলিজেন্স এর সহায়তায় তাকে চিহ্নিত ও গ্রেফতার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম বলেন, বাকাউ কামারা গত তিনমাস আগে বাংলাদেশে আসে। তবে এর আগে আসেনি। তার অপর সহযোগিদের তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here