বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে কাপ পর্বের ১ম লেগের খেলায় গোল শূন্য ড্র

0
490
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে কাপ পর্বের ১ম লেগের খেলায় গোল শূন্য ড্র

শেরপুর থেকে আবু হানিফ: মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ফুটবল এসোশিয়েশন (বিএফএ)’র আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে শেরপুর ও মানিকগঞ্জের মধ্যকার কাপ পর্বের ১ম লিগ অনুষ্ঠিত খেলায় গোলশূন্য ড্র হয়েছে।

আজ ২৪ জানুয়ারী বিকেলে শেরপুর শহীদ দারোগালী পৌর পার্কের মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ খেলায় উভয় দলই একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বিশেষ করে শেরপুর জেলা ফুটবল দল একটি পেনান্টি পেলেও গোল করতে ব্যর্থ হয় এ দলটির খেলোয়াড় ইমরান। ফলে গোলশূন্য ড্র এর ফলাফল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

খেলায় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, শেরপুর প্রেসকাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ব্যবসায়ী নেতা অজয়কর প্রমুখ।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শেরপুর জেলা ফুটবল একাদশের ডিফেন্ডার রিপন।

কাপ পর্বের এ দু দলের পরবর্তী লেগের খেলা আগামী ২৭ জানুয়ারী মানিকগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে টাঙ্গাইল জেলা দলকে দুই লিগে ২-০ গোলের ব্যবধানে মানিকগঞ্জ ও জামালপুর জেলা দলকে ৪-২ গোলে পরাজিত শেরপুর জেলা দল কাপ পর্বে উঠে আসে। ২৭ জানুয়ারী অনুষ্ঠিত খেলায় এ দুলের পরবর্তী রাউন্ডে যাওয়ার ভাগ্য নির্ধারণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here