শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ভারত থেকে আমদানিকৃত বোল্ডার’র শ্রমিক মজুরি আদায়ের দাবীতে বেনাপোলে মানববন্ধন করেছেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৯টার সময় বেনাপোল স্থলবন্দর রাজস্ব দপ্তরের সামনে বন্দরের ২টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’র সহ¯্রাধীক শ্রমিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা যুবলীগের সভাপতি তথা যশোর জেলা পরিষদের সদস্য অহিদুুজ্জামান অহিদের নেতৃতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি রাজু আহমেদ, ৮৯১’র সভাপতি কলিমউল্লাহ, সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, যুগ্ন-সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৯২৫’র সহ-সভাপতি আব্দুর রশিদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক সাজজুল হোসেন, নেতা বাবু সরদার, নাছির উদ্দিন প্রমুখ।