খবর৭১ঃ খালি চোখে সূর্যগ্রহণ দেখতে গিয়ে চোখের কর্নিয়া জ্বলে আংশিক অন্ধত্বের পথে অন্তত ১৫ জন কিশোর-কিশোরী। স্বাভাবিক দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা এই ১৫ জনেরই বাড়ি ভারতের জয়পুরে।
জয়পুরের এসএমএস হাসপাতালের অপথামোলজি ডিপার্টমেন্টের প্রধান কমলেশ খিলনানি জানিয়েছেন যে, সম্প্রতি এই ধরনের ১৫ জন রোগী তার কাছে আসে। এদের সবার বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে।
গত ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণ খালি চোখে দেখার ফলে এদের রেটিনা জ্বলে গেছে বলে তিনি জানান। ভারতীয় গণমাধ্যমে খবর, নিয়মিত ওষুধ খেয়ে তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে কিছুটা উন্নতি হলেও স্বাভাবিক দৃষ্টিশক্তি এদের আর কখনোই ফিরবে না বলে জানিয়েছেন চিকিৎসক কমলেশ খিলনানি। তিনি বলেন, কোন মতেই খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয়।