কেরানীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪ ও আহত ৪

0
631
কেরানীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

খবর৭১ঃ কেরানীগঞ্জে মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় থানার সীমান্তবর্তী হযরতপুর ইউনিয়নের কদমতলী মোড়ের আঞ্চলিক সড়কে বিকেল পৌনে ৫টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মো. মাইনুল ইসলাম জানান, দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুইজন যাত্রী ও মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।

নিহতদের একজন মোটরসাইকেল আরোহী মো. আসলাম খান (৪২)। তিনি কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেলনা খাসকান্দি গ্রামের মো. রুস্তম খানের ছেলে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

নিহতদের লাশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here