জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ

0
602
জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ

খবর৭১ঃ জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে খেলাপি মালিকদের আগামী ৩০ জুন পর্যন্ত যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সরকার।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই সুযোগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা দেয়ার আগে গাড়ির কাগজপত্র আগামী ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করা যাবে।

বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের উদ্দেশ্যে ব্যাপক প্রচারের মাধ্যমে আগামীতে খেলাপী যানবাহন মালিকদের আর কোনো সুযোগ দেয়া হবে না মর্মে অগ্রীম ঘোষণা প্রচার করবে বলেও আদেশে বলা হয়।

অর্থ-বিভাগ গত ৮ জানুয়ারি এতে সম্মতি দিয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here