মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0
523
মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, সায়মা সাবরিন, সেলিমগীর, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী।

এছাড়াও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪৮টি ইভেন্টে ১ম ২য় ও ৩য় স্থান অধিকার করে ১৪৪জন প্রতিযোগী বিজয়ী হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here