নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা তার নির্বাচনের পথে বাধা নয়। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।
তিনি বলেন, ইশরাক হোসেনের বিরুদ্ধে যে মামলা সেটা পুরনো মামলা। এটা একটা দুর্নীতির মামলা।
বিষয়টি এমন না যে এখনই তাকে গ্রেফতার করতে হবে। মামলার বিষয়ে আদালতে শুনানি হয়েছে, এটা আমাদের বা পুলিশের পক্ষ থেকে না। এটা আদালতে শুনানি হয়েছে, আগামি ফেব্রুয়ারি মাসে একটি তারিখ ঠিক হয়েছে তখন শুনানি দেবেন তারা।
এর ফলে ইশরাক হোসেনের নির্বাচনের প্রচারণায় কোনো বাধা নেই।