ঠাকুরগাঁওয়ে নিহতের ৪দিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

0
503
ঠাকুরগাঁওয়ে নিহতের ৪দিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ
ছবিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত সাবুল ইসলাম (৪৬) এর মরদেহ ৪ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে পাড়িয়া বিজিবির সদস্যদের নিকট সাবুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক রাসেদুল ইসলাম হেলাল।

তিনি জানান, সাবুলের মরদেহ তার পরিবারের নিকট একই দিনে বিকাল ৩টায় হস্তান্তর করা হয়েছে। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি শনিবার ভোর রাতে সাবুল ইসলামসহ কয়েকজন পাড়িয়া সীমান্তের ৩৮৭-নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে মারে বাকিরা সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here