চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন; ভোটগ্রহণ স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

0
702
ভোটগ্রহণ স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ চট্টগ্রাম-৮ আসনে পুনরায় উপনির্বাচন চেয়েছেন ওই আসনে  বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। এসময় নির্বাচন স্থগিতেরও দাবি জানান তিনি।

আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখলে রেখে ভয়-ভীতি দেখানোর অভিযোগ এনে আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় নগরের নাসিমন ভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন আবু সুফিয়ান।

আবু সুফিয়ান বলেন, এ সরকারের আমলে কোনো নির্বাচন যে সুষ্ঠু হবে না, তা আরও একবার দেখলো জনগণ। প্রত্যেক কেন্দ্রের সামনে আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান নিয়ে ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনের কোনো পরিবেশ না পেয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়েছে। নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে। ভোটের নামে মানুষের ট্যাক্সের টাকা খরচ করার কোনো মানে হয় না।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here