ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার (১১ ও ১২ জানুয়ারী) দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক, কুটির শিল্প, বিজ্ঞান যন্ত্র সৃষ্টিসহ ৭৯টি ইভেন্টে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার প্রায় চারশত জন প্রতিযোগী এতে অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে প্রতিযোগীদের মধ্যে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ২৩৭ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম।
এসময় অন্যদের মধ্যে জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা তুলি, জেলা মহিলা লীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা, সাঃ সম্পাদক আনছারা খাতুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলায় ৭৯ ইভেন্টে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগিরা আগামী ১৮ ও ১৯ জানুয়ারী রংপুর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে।