খবর৭১ঃ
মো: রাসেল মিয়া, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামে অবস্থিত ১১৬ নং রানীমুহুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আতংকে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। জানা যায়,সাম্প্রতিক সময়ে স্কুলের সামনে রাস্তা থাকায় স্প্রিড ব্রেকার দেওয়া হয়েছিল।
স্পিড ব্রেকার দেওয়ায় এখন যান চলাচল করেন মাঠ দিয়ে। স্কুল চলাকালীন বিরতিতে খেলাধুলা করার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এ বিষয়ে কথা বললে,স্কুলের প্রধান শিক্ষক গাজী মো.জহিরুল হক, সহকারী-শিক্ষক মো.ছালাহ উদ্দিন, অলিদা আক্তার, রেবেকা ইসলাম,রহিমা খাতুন জানান, এই দুর্ঘটনা এড়াতে অতিদ্রুতই স্কুলের সামনে একটা দেয়াল করা প্রয়োজন। অভিভাবক লিপি আক্তার, নসু মিয়া, সালমা আক্তার,আশু মিয়ার সাথে কথা বলে জানা যায়, দুর্ঘটনাকে কেন্দ্র করে সন্তানদের স্কুলে পাঠিয়েও সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। এ বিষয়ে জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল ইসলাম এবং ৬ নং ওয়ার্ডের মেম্বার সাহাজ উদ্দিন বলেন, বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। এ ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।