খবর৭১ঃ
তিশা সেন, সংযুক্ত আরব আমিরাতঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো ছিল এক বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ যেখানে দেশের সন্তানেরা নানান ভাবে দেশের সম্মান বয়ে আনে। যুব সমাজ যাতে ভালো কাজ করে এগিয়ে যায়।
তাই এ কথা মাথায় রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই, বাংলাদেশ সমিতি শারজাহ ও বাংলাদেশ সমিতি দুবাই এর যৌথ উদ্যোগে আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহরের ভিসাধারী বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বর্ণাঢ্য ফুটবলের ফাইনাল ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যে ৬.৩০ মিনিটে দুবাইয়ের আল মামজারে সেঞ্চুরি মলের পাশে মাকতুম বিন রাশিদ আল মাকতুম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য দর্শকদের ভীড় ছিলো লক্ষ্যণীয়। খেলায় দুবাই সেরা একাদশ ৩-২ গোলে শারজাহ সেরা একাদাশকে পরাজিত করে বিজয় মুকুট অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ রেলওয়ের অর্থ পরিচালক মিয়াজি মোহাম্মদ সাইফুল্লাহ সুবহান, কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, কমিউনিটি নেতা আবু জাফর চৌধুরী, বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাহাদাত হোসেন, হাবিবুর রহমান, হারুনুর রশিদ সহ আরো অনেকে।
এ সময় কনসুলেটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ সম্মেলনে কনসাল জেনারেল জানান,– আগামি ১৭ মার্চ জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে আরব আমিরাতের ১৬টি শহরের ১৬টি দল নিয়ে বিশাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। আগ্রহি যারা দল গঠন করতে আগ্রহি তারা জানুয়ারি মাসের মধ্যে 0562210179 অথবা 0558946078 এ দু নাম্বারে হোয়াটস আ্যাপে যোগাযোগ করতে আহবান করেছেন।