খবর৭১ঃ
তিশা সেন, সংযুক্ত আরব আমিরাতঃ মহান মুক্তিযুদ্ধের পর বিজয় গৌরব উদযাপনে অপূর্ণতা থেকে গিয়েছিল জাতির জনকের অনুপস্থিতির কারণে। ১০ জানুয়ারি, ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ ফিরে আসায় মানুষের খুশির ঠিকানা ছিল না।
প্রতি বছর এই দিন কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে উদযাপন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং মুজিববর্ষের ক্ষণগণণা উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কনসুলেটের মুজিব কর্ণারে মুজিববর্ষের ক্ষণগণণা লাইভ দেখানে হয় প্রবাসিদের।
এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্ষস্থবক অর্পন করা হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। দূতালয় প্রধান প্রবাস লামারাং এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের অর্থ পরিচালক মিয়াজি মোহাম্মদ সাইফুল্লাহ সুবহান। অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান অনুষ্ঠানে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি কমিউনিটির নানা পেশার বিপুল সংখ্যক প্রবাসিরা উপস্থিত ছিলেন।