ফুুলবাড়ীয়ায় একরাতে কবর থেকে পাঁচ লাশ চুরি

0
1118

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)সংবাদদাতা ঃ বুধবার রাতে ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল বুড়াইপাড় গোরস্থান থেকে একরাতে পাঁচটি লাশ চুরি হয়েছে। দুটি কবর খুঁড়ে রেখেগেছে চোরেরা। লাশ চুরির ঘটনায় এক ধরনের আতংক বিরাজ করেছে অন্যান্য মৃত ব্যাক্তিদের পরিবারসহ গোরস্থান কমিটিদের মধ্যে।
সকালে এক ব্যাক্তি কবর জিয়ারত করতে গিয়ে দেখতে পায় একটি খবর খুঁড়ে লাশ নিয়েগেছে। পরে খুঁজ নিয়ে দেখতে পায় কবর স্থানের ভিতরে আরও ৬ টি কবর খুড়া। লাশ চুরির খবর সকালে ছড়িয়ে পরলে গোরস্থানে শত শত উৎসুক জনতা ভিড় করে কবর গুলো দেখতে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে কোন এক সময় চুরেরা কবর খুড়ে আক্কাছ আলী, জয়তন নেছা, আইয়ূব আলী, মকবুল হোসেন, মতিনের লাশ নিয়ে যায়। লাশ গুলো ২ থেকে ৪ মাসের মধ্যে দাফন সম্পন্ন করা হয়েছিল। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন, লাশ চুরির ঘটনায় শুনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনাটির তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here