নির্বাচন সমন্বয়কের দায়িত্বে আমু-তোফায়েলে; সিইসি’র না

0
482
নির্বাচন সমন্বয়কের দায়িত্বে আমু-তোফায়েলে

খবর৭১ঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছেন, আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না।

আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।

এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং আরেক সদস্য তোফায়েল আহমেদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

আমু ও তোফায়েল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, তাঁরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here