ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

0
572
ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

খবর৭১ঃ ডাবলডেকার স্লিপার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের।

শুক্রবার দিবাগত রাতে দিল্লি-কানপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাস-ট্রাক দু’টিতেই আগুন ধরে যায়।

ট্রাকটিতে দাহ্য পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।
কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল জানান, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২১ জনকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর জানানো হলেও কারও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ঠিক কতজন এ দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য এখনও মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here