খবর৭১ঃ
মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ইমা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক সহকারি (হেলপার) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিনজন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।নিহত আলম মিয়া (১৮) শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং সুরাবই গ্রামের আতর আলীর ছেলে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান- হবিগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে একটি ইমা মাধবপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শাহজীবাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে।
ঘটনাস্থলেই হেলপার নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিনজন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।