শৈলকুপায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত

0
468
শৈলকুপায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত
ছবিঃ রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি।

খবর৭১ঃ

রাব্বুল ইসলাম, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপার বড়দা ব্রিজের পাশে কাভার্ড ভ্যানের ধাক্কায় সোহাগ (১৬) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত সোহাগ রানীনগর গ্রামের ইসাহাক বিশ্বাসের ছেলে এবং মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিল সোহাগ। পথিমধ্যে বড়দা ব্রিজ এলাকায় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি একটি কাভার্ড ভান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here