মধ্যপ্রাচ্যে মার্কিন বেসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা

0
488
মধ্যপ্রাচ্যে মার্কিন বেসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা

খবর৭১ঃ ইরাক, ইরান এবং উপসাগরীয় অঞ্চলের আকাশসীমায় মাকির্ন বেসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিন্সট্রেশন (এফএএ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এফএএ  এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা আমাদের নিরাপত্তা অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। এ বিষয়ে মার্কিন বিমান সংস্থা এবং বিদেশি বেসামরিক বিমান চলাচল সংস্থা গুলোকে তথ্য জানানো হচ্ছে।

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ঘণ্টার ব্যাবধানে দু’বার হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার সকালের দিকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পর থেকে কঠোর প্রতিশোধের হুমকির মাঝে এই হামলা চালালো তেহরান।

পেন্টাগন জানিয়েছে, ইরাকে মার্কিন সামরিক ও মিত্র বাহিনীর ওপর এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য মূল্যায়ন করা হচ্ছে।

সূত্রঃ সিএনএন, এপি, পার্স টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here