কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণঃ ক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

0
457
ক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
ধর্ষণের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লোকারণ্য হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা। ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ গতকাল সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনার বিচার দাবি করে কয়েক হাজার শিক্ষার্থী সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়েছেন। আজ সোমবার সকাল থেকেই অসংখ্য শিক্ষার্থী ছাত্রী ধর্ষণের বিচার দাবি করে রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হতে থাকেন।

এর আগেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য ও মধুর ক্যান্টিনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভের ডাক দেয়া হয়। ধর্ষণের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লোকারণ্য হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা।

ধর্ষণের খবর জানাজানি হলে গত রাত থেকেই দফায় দফায় ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

রবিবার রাতে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হয়েছেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here