আমেরিকার মৃত্যু চেয়ে সোলাইমানির জানাজায় স্লোগান

0
474
আমেরিকার মৃত্যু চেয়ে সোলাইমানির জানাজায় স্লোগান

খবর৭১ঃ ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাশেম সোলাইমানির জানাজায় যোগ দিয়েছেন অসংখ্য মানুষ।

মধ্যপ্রাচ্যে ইরানি অপারেশনের দেখভাল করতেন কাশেম সোলাইমানি। তার মৃত্যুর ‘বড় ধরনের প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। বাগদাদে শোক মিছিলে অংশ নেয়া মানুষজন ইরাকি এবং মিলিশিয়া বাহিনীর পতাকা বহন করে এবং স্লোগান দেয়, ‘আমেরিকার মৃত্যু চাই’।

শহরের অনেকগুলো রাস্তা জুড়ে মিছিল চলে। তাদের অনেকের হাতে ছিল সোলাইমানি এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি।

তার মৃত্যুতে কয়েকদিন ধরে শোক পালন করতে যাচ্ছে ইরান ও ইরাকের সমর্থকরা।

পরবর্তীতে তার মৃতদেহ ইরানে নিয়ে যাওয়া হবে এবং নিজ শহরে দাফন করা হবে। বৃহস্পতিবার মার্কিন এক হামলায় কাশেম সোলাইমানিসহ মোট ছয়জন নিহত হন। তাদের মধ্যে রয়েছেন আবু মাহদি আল-মুহানদিস, যিনি ইরানের সমর্থনপুষ্ট খাতিব হেজবুল্লাহ গ্রুপের কমান্ডার এবং ইরাকি মিলিশিয়াদের একটি জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের নেতা ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here