সৈয়দপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ শুরু

0
548
সৈয়দপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ শুরু

মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ আওয়ামী মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দুস্থদের মাঝে সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকালে শহরে শহীদ তুলশীরাম সড়কস্থ আওয়ামী লীগ কার্যালয়ে ওই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি জুয়েল সরকার।এতে অন্যদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, আওয়ামী মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এস এম আহসান কবীর বিপ্লব, পৌর শাখার সভাপতি মো. ঈশা মিঠু, সাধারণ সম্পাদক মো. মামুন তালুকদারসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি জুয়েল সরকার জানান, বর্তমানে হাঁড় কাঁপানো শীতে সৈয়দপুরসহ অত্রাঞ্চলের শীতার্ত মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্ট ভুগছেন। শীতার্তদের সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ অবস্থায় শীতার্তদের সহায়তায় আমরা সংগঠনের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলা ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ও দুইটি এতিমখানায় এতিমদের মধ্যে এক হাজার পিস নতুন কম্বল বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here