কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের লেকপাড় থেকে বালু উত্তোলন

0
517
কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের লেকপাড় থেকে বালু উত্তোলন
ছবিঃ রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধি।

খবর৭১ঃ

রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধিঃ এবার খাজুরার লেম্বুরচর সংরক্ষিত বনাঞ্চলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া লেকের পাড়ের বালু কেটে নেয়া হচ্ছে। প্রতিদিন ইঞ্জিনচালিত নৌকা ভরে এ বালু একটি মহল আলীপুরে এনে বিক্রি করছে। ফলে লেকপাড়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে। পাল্টে যাচ্ছে লেকের ধরন। শনিবার সকালে দুই ব্যক্তি বালু কেটে ট্রলার বোঝাই করছিল।

তারা কারও নাম বলতে নারাজ। চুপচাপ বালু কেটে নেয়। তবে শুধু এটুকই বলেছে এ বালু তারা মৎস্য বন্দর আলীপুরে নিয়ে বিক্রি করছে। ফি-দিন অসংখ্য পর্যটক-দর্শনার্থী কুয়াকাটা সৈকত থেকে ওই লেকপাড় পর্যন্ত ঘুরে বেড়ান। ওখানে লাল কাঁকড়ার বিচরণ রয়েছে। নৈসর্গিক দৃশ্য অবলোকন করেন পর্যটকরা। বালু কাটার কারণে লেকপাড়ে অসংখ্য ডোবার আকৃতি হয়ে গেছে। যেখানটায় বালু কাটা হচ্ছে তার অদুরেই সংরক্ষিত বনাঞ্চল। আর ক্রমশ ম্যানগ্রোভ প্রজাতির গাছপালার চারা প্রাকৃতিকভাবে ওই পাড়ে বেড়ে উঠছে। বাড়ছে বনাঞ্চলের আয়তন। বনবিভাগ খাজুরা বিট অফিসারের উদাসীনতার কারণে এভাবে লেকপাড়ের বালু কেটে পরিবেশ প্রতিবেশের ব্যাপক ক্ষতি করছে।

এ ব্যাপারে খাজুরা বনাঞ্চলের বিট অফিসার মো.আল-আমিন জানান, তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here