দু’পক্ষই শান্তিপূর্ণভাবে ইজতেমার কার্যক্রম শেষ করবে, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

0
518
মিয়ানমারের কারণে মাদক ঠেকানো যাচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর৭১ঃ নিয়মনীতির মধ্যে থেকে বিদেশি মেহমানদের ভিসা দেওয়া হবে এবং দুই পক্ষই শান্তিপূর্ণভাবে ইজতেমার কার্যক্রম শেষ করবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ৫৫তম বিশ্ব ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম অবহিতকরণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়।

সভায় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

এ ছাড়াও সভায় বিশ্ব ইজতেমার দুই পর্বের পাঁচজন করে দশজন শীর্ষ মুরুব্বিসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেছেন, নিয়মনীতির মধ্যে থেকে বিদেশি মেহমানদের ভিসা দেওয়াসহ ইজতেমার দুই পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ইজতেমার বিবদমান দুই গ্রুপের কোন বিরোধমূলক মন্তব্য এখনো পাওয়া যায়নি।

দুই পক্ষই শান্তিপূর্ণভাবে ইজতেমার কার্যক্রম শেষ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তার পাশাপাশি মুসল্লিদের যাতায়াতের জন্য শাটল যানবাহনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ।

এদিকে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও মুসল্লিদের সুবিধার্থে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে আলাদা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিরাপত্তায় থাকছে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য। র‌্যাব ও পুলিশের মোট ২৪টি ওয়াচ টাওয়ার স্থাপনসহ নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা পরিকল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here