মুরাদনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

0
579
মুরাদনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মো: রাসেল মিয়া,মুরাদনগর (কুমিল্লা) :

কুমিল্লার মুরাদনগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সমাজসেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি’।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন, ইউপি সদস্য আক্তার হোসেন, গোলাম মোস্তাফা, রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রার পরিচালক কাজী লোকমান প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here