খবর৭১সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সৈয়দপুরে রেললাইনের দুধারে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
6640
খবর৭১সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সৈয়দপুরে রেললাইনের দুধারে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে:

নীলফামারীর সৈয়দপুর শহরে প্রায় দুই কিলোমিটার এলাকায় রেললাইনের দুই পাশে গড়ে উঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই সব কাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ। বাংলাদেশ
রেলওয়ে সৈয়দপুরের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা নেতৃত্বে সৈয়দপুর- পার্বতীপুর রেলওয়ে লাইনের সৈয়দপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে হাতিখানা রোডের ফল মার্কেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

এতে রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলীর দপ্তরের লোকজন মাথায় লাল ফিতা বেঁধে হাতে সাবল, হাতুড়িসহ উচ্ছেদ কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ
নিয়ে ওই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ- আল মামুনসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর রেলপথ বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা জানান, রেললাইনের দুই পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ কাঁচা পাকা স্থাপনার কারণে স্বাভাবিক ট্রেন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। মারাত্মক ট্রেন দুর্ঘটনার আশঙ্কাও ছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি গত ৩০ জুন পাকশী রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরে একটি পত্র দেন। কিন্তু গত ৫/৬ মাসেও এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছিল না। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ বৃহস্পতিবার সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের সহযোগিতায় রেলওয়ে লাইনের দুই পাশের আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে গত কয়েকদিন আগে এসব অবৈধ স্থাপনার মালিকদের মৌখিকভাবে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল বলে জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে অনেক মালিকরাই আগেভাগেই রেলওয়ে লাইনের দুই পাশে থাকা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়। তবে অনেকের অভিযোগ উচ্ছেদ অভিযানে প্রাক্কালে রেললাইনের দুই পাশের কাঁচা-পাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিলেও অভিযানের পর আবারও স্থাপনা দখলের প্রক্রিয়া শুরু করে তারা।

সুত্র জানায়, সৈয়দপুর – পাবর্তীপুর রেলপথের সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু করে দুই নম্বর রেলওয়ে গেট থেকে দক্ষিণের হাতিখানা ফল মার্কেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রেল লাইন ঘেঁষে দুই পাশে গড়েউঠেছেঅসংখ্যক অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে হোটেল রেস্তোরাঁবেডিংদোকান,কামার,স্বর্ণকার,মাংস,ট্রাঙ্ক,বালতির কারখানা, কাগজের বক্স তৈরি কারখানা,টেইলার্স, আসবাবপত্র তৈরি কারখানাসহ অন্যান্য প্রতিষ্ঠান। এতে করে ট্রেন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল খবর’৭১সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। আর এ সংবাদটি নজরে পড়ে রেলওয়ের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here