মধ্যপ্রাচ্যে প্রথম নারী বাংলাদেশি রাষ্ট্রদূত নাহিদা

0
553
মধ্যপ্রাচ্যে প্রথম নারী বাংলাদেশি রাষ্ট্রদূত নাহিদা

খবর৭১ঃ জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনিই হলেন মধ্যপ্রাচ্য কোনো দেশে নিয়োগ পাওয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাহিদা বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার।

বর্ণাঢ্য কূটনীতিক জীবনে তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়েরর ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী নাহিদা পরবর্তীতে নেদারল্যান্ডের হেগ একাডেমি অব ইন্টারন্যাশনাল ল’ থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল’ বিষয়ে প্রশিক্ষণ নেন। এছাড়া তিনি ফ্রান্সের প্যারিসের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডিমিনিস্ট্রেশন থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।

তিনি ফরাসি, ইংরেজি ও বাংলায় পারদর্শী। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here