বঙ্গবন্ধু ও বাংলাদেশ জাতীয় পতাকার দুইটি রংঃ শেখ আফিল উদ্দিন এমপি

0
617
বঙ্গবন্ধু ও বাংলাদেশ” জাতীয় পতাকার দুইটি রং........... শেখ আফিল উদ্দিন এমপি

শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, সেদিন আল্লাহর অশেষ রহমতে “অসহায় নীপিঢ়ীত মানুষের অধিকার আদায়ের জন্য” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মতো এক মহামানবের জন্ম হয়েছিল। যার জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হতো না। তাই, “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” জাতীয় পতাকার দুইটি রং। যেখানে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লাল সবুজের বাংলাদেশের কথা চিন্তাও করা যায়না। মঙ্গলবার বেলা ১১টার সময় যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

শার্শা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) খোরশেদ আলম চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতিমূলক সভায় শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ও বাঙালী জাতিকে পৌঁছে দিয়েছেন স্বাধীনতার সুবর্ণ তোরণে। ২০২০ সালে এঁ মহান স্থপতির জন্মের শত বছর পূর্ণ হবে। আর এ জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালন করা হবে। তারই ধারাবাহিকতায় আমরাও জাতির জনকের প্রজ্বলিত দীপ্ত শিখা তথা সমুজ্জ্বল আলো গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে চায়। এজন্য শার্শা উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।

উক্ত অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, কৃষি কর্মকর্তা সৌতম কুমার সীল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সমবায় কর্মকর্তা রফিকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, দারিদ্র বিমোচন কর্মকর্তা শফিউর রহমান, উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা ফুয়াদুল ইসলাম, প্রোগ্রাম কর্মকর্তা দেবসীস সাহা, তথ্যসেবা কর্মকর্তা সুমনা পারভীন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহাসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা।

এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, গোগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here