রানির ৯৫ বছর বয়সে ব্রিটেনের রাজা হচ্ছেন প্রিন্স চার্লস

0
564
রানির ৯৫ বছর বয়সে ব্রিটেনের রাজা হচ্ছেন প্রিন্স চার্লস

খবর৭১ঃ রানি দ্বিতীয় এলিজাবেথ আরও দুই বছর তার ওপর অর্পিত দায়িত্ব অব্যাহত রাখবেন এবং তারপর ব্রিটিশ রাজদণ্ড তুলে দেবেন বড় ছেলে প্রিন্স চার্লসের হাতে। বার্কিংহাম প্যালেসের কর্মকর্তারা ডেইলি স্টার ইউকে এর কাছে এই তথ্য দিয়েছেন।

তারা বলেছেন, প্রিন্স চার্লসের রাজদণ্ড বহন করার সব ধরনের প্রস্তুতি চলছে। রানির অনেক গুরুত্বপূর্ণ কাজ ও সভায় তিনি অংশ নিচ্ছেন।

প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলাকে বর্তমান বাসভবন থেকে বার্কিংহাম প্যালেসে সরিয়ে নেয়া হবে। তবে প্রিন্স চার্লস হবে ব্রিটেনের নামসর্বস্ব রাজা কারণ প্রতিজ্ঞা অনুযায়ী রানি আমৃত্যু তার দায়িত্ব পালন করে যেতে চান।
এছাড়া সম্প্রতি প্রিন্স এন্ড্রুর নারী কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ার পর তাকে রাজ পরিবারের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

রানিকে প্রিন্স চার্লস তার ছোট ভাই প্রিন্স এন্ড্রুকে কার্যকরভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পরামর্শ দেন। একই সঙ্গে রানি সিদ্ধান্ত নেন তিনি তার ৯৫ বছর বয়সে প্রিন্স চার্লসের হাতে রাজার দায়িত্ব অর্পণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here