কক্সবাজারে যাওয়া-আসা-থাকা ইউএস-বাংলা’র ১১৭৯০ টাকায় ফ্লাইটে

0
805
কক্সবাজারে যাওয়া-আসা-থাকা ইউএস-বাংলা’র ১১৭৯০ টাকায় ফ্লাইটে

খবর৭১ঃ নতুন বছর উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইনস কক্সবাজার ভ্রমণের প্যাকেজ ঘোষণা দিয়েছে। মাত্র ১১,৭৯০ টাকায় ইউএস-বাংলার হলিডে প্যাকেজে কক্সবাজারে আন্তর্জাতিক মানের হোটেলে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে এয়ার টিকিট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাশতাসহ বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে।

প্যাকেজগুলো ২০২০ সালের ১১ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে এটি কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জিএম) মো. কামরুল ইসলাম জানান, নববর্ষ উপলক্ষে কক্সবাজার ঘুরে আসার সুযোগ দেওয়া হচ্ছে।এই প্যাকেজে নিজ পছন্দ অনুযায়ী কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিভিন্ন পাঁচ তারকা মানের হোটেলে প্যাকেজ সুবিধা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী ও খুলনায় রয়েছে ইউএস-বাংলা হলিডেজের আকর্ষণীয় প্যাকেজ।

ইউএস-বাংলার হলিডে প্যাকেজগুলো কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে। দেশীয় পর্যটন বিকাশের সঙ্গে সঙ্গে দেশীয় পর্যটকদের কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজুতে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে বেসরকারি এই বিমান সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here