আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব

0
493
আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব

খবর৭১ঃ প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসকে নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বদলি করে আদেশ জারি করেছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. নজিবুর রহমান আগামী ৩১ ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। ফলে নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন আহমদ কায়কাউস।

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here