খবর৭১ঃ
মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন মুরাদনগর সদর ইউপি সদস্য ও মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি আক্তার হোসেন। শুক্রবার বিকেলে উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শৈত্য প্রবাহের তীব্র শীতের এ সময় কম্বল পেয়ে ফুটে উটে শীতার্থ মানুষের মুখে খুশির ঝিলিক। আক্তার হোসেন মেম্বার বলেন, মাননীয় এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। সমাজের সবাই যদি আমরা শীতার্থ মানুষের পাশে দাড়াই তাহলে শীতবস্ত্র ছাড়া কোন অসহায় মানুষ থাকতো না। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।