মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের সামনে ককটেলের বিস্ফোরণ

0
792
মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের সামনে ককটেলের বিস্ফোরণ
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের সামনে ফের ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে এ ককটেল বিস্ফোরিত হয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর মধুর ক্যান্টিনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিন্তু কে বা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে সে সম্পর্কে অবগত নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা ধারণা করছি ক্যাম্পাসে দুই পক্ষের বিবাদমান ঘটনায় এটি হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন তারা সিসি ক্যামেরা ফুটেজ দেখে ব্যবস্থা নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here