রানি এলিজাবেথের সম্মাননা তালিকায় দুই ব্রিটিশ বাংলাদেশি নারী

0
708
রানি এলিজাবেথের সম্মাননা তালিকায় দুই ব্রিটিশ বাংলাদেশি নারী

খবর৭১ঃ নববর্ষ ২০২০ সাল উপলক্ষে রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মাননা তালিকায় দুই ব্রিটিশ বাংলাদেশি নারী স্থান পেয়েছেন। এরা হলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেয়ার পারভিন হাসান এবং ২০১৫ সালের ব্রিটিশ বেইক অফ চ্যাম্পিয়ন নাদিয়া হোসাইন।

ব্রডকাস্টিং এবং রন্ধন শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নাদিয়া হোসাইনকে এমবিই খেতাব প্রদান করা হয়েছে। এছাড়া কমিউনিটি সার্ভিস এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে সমতা নিশ্চিত করণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এমবিই খেতাবে ভূষিত হয়েছেন পারভিন হাসান।

এবার ১ হাজার ৯৭ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৭২ শতাংশই পান কমিউনিটি সেবার স্বীকৃতি। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ৫৫৬ জনই নারী। আর ৯ দশমিক ১ শতাংশ বিএমই কমিউনিটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here