চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

0
758
চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ রাসেল মমিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মত পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৫শে ডিসেম্বর বুধবার চাপিতলা উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের শতাধিক শিক্ষার্থী সম্মিলিত ভাবে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের এই পুনর্মিলনী উদযাপন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপিতলা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টনকী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সরকার। ৯৪ ব্যাচের শিক্ষার্থী মনিরুল হকের স ালনায় এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল সাত্তার, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল মালেক, আয়োজক কমিটির আহ্বায়ক ও ৯৪ব্যাচ শিক্ষার্থী কামরুল হাসান, ৯৪ব্যাচ শিক্ষার্থী নাজমা আক্তার বিনা, জোহরা ফেরদৌসী।

এসময় আরো উপস্থিত ছিলেন চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক একেএম ওবায়দুল হক, সুবোধ চন্দ্র পাল, সহিদ উল্লাহ, ইসমাইল, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, প্রবোধ চন্দ্র পাল, মিজানুর রহমান ভূইয়া, মোতাহার হোসেন চৌধুরী। এসময় বিদ্যালয়ের এসএসসি ১৯৯৪ ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষকদের সম্মাননা স্মারক ও আমন্ত্রিত অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের শেষের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে র‌্যাফেল ড্র এ বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here