মাঝরাতে শীতার্তদের পাশে মাজহারুল ইসলাম সুজন

0
737
মাঝরাতে শীতার্তদের পাশে মাজহারুল ইসলাম সুজন

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাঝরাতে শীতার্তদের পাশে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন।

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে গেছে। মৃদু শৈত্যপ্রবাহে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ ও শিশুরা পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্টে দিনযাপন করছে । তাঁদের কষ্ট কিছুটা লাঘব করতে শীতবস্ত্র নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন।

সোমবার দিবাগত রাতে তিনি কম্বল নিয়ে ছুটে যান বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে মাছখুড়িয়া গ্রামে । সেখানে বেশ কিছু শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।

এই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা। এরপর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ঈদ গাঁ এতিমখানার শিশুদের হাতে একটি করে কম্বল তুলে দেন সুজন । এ প্রসঙ্গে সুজন বলেন, খেটে খাওয়া মানুষজন দিনের বেলা কাজের জন্য বাইরে থাকেন, তাই রাতের বেলায় তাঁদের সাথে দেখা করছি। তাঁদের খোঁজ খবর নিচ্ছি। এই তীব্র শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেজন্য শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম অব্যহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here