মাহাথিরের মন্তব্যে মালয়েশিয়ার কূটনীতিককে তলব করলো ভারত

0
541
মাহাথিরের মন্তব্যে মালয়েশিয়ার কূটনীতিককে তলব করলো ভারত

খবর৭১ঃ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। সারাদেশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের গুলি ও সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে নয়া দিল্লি।

শনিবার ভারতে নিযুক্ত মালয়েশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেনে এনে প্রতিবাদ জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নাগরিকত্ব আইন ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের মন্তব্য অগ্রহণযোগ্য এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।
মাহাথির মোহাম্মাদ ভুল তথ্যের ভিত্তিতে নাগরিকত্ব আইন সম্পর্কে মন্তব্য করেছেন বলে দাবি করেছে ভারত।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার কুয়ালালামপুর সম্মেলনে নাগরিকত্ব আইন পাসের তীব্র নিন্দা জানিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, গত ৭০ বছর ধরে কোনো ধরনের সমস্যা ছাড়াই তো ধর্ম-বর্ণ নির্বিশেষ ভারতের নাগরিকরা একসঙ্গে বসবাস করছেন।

তাহলে এখন এই আইনের প্রয়োজন কি? উল্টো আমরা দেখছি এই আইনের বিরোধিতা করে ভারতে বিক্ষোভ-সংঘাতে মানুষ মারা যাচ্ছে।
মাহাথির আর বলেন, আমি দুঃখিত আমাকে এটা বলতে হচ্ছে যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে। ভারতের মতো মালয়েশিয়াতেও যদি এমন আইন করি তবে কী ঘটবে আমি জানি না। এমনটা ঘটলে এখানে অশান্তি ও অস্থিতিশীলতা বাড়বে। এতে সবাইকে ভুগতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here