তারকা ক্রীড়া সংঘ শিক্ষান্নোয়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন

0
693
তারকা ক্রীড়া সংঘ শিক্ষান্নোয়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ছবিঃ রেদোয়ান হোসেন জনি মিরসরাই, চট্টগ্রাম।

খবর৭১ঃ

রেদোয়ান হোসেন জনি মিরসরাই, চট্টগ্রামঃ মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর তারকা ক্রীড়া সংঘ শিক্ষোন্নোয়ন বৃত্তি পরীক্ষা (২০ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হয়ে ১২টা ১০ মিনিটে সম্পন্ন হয়। মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ৩৩টি প্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় নয়শত ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

অলিনগর এল.বি. আদর্শ উচ্চ বিদ্যালয় ও বজল আহমেদ ইসলামিয়া মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন হেলাল উদ্দিন চৌধুরি, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মোঃ খোরশেদ আলম ও সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক বিমল কান্তি কর্মকার। পরীক্ষার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তারকা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অলিনগর এল.বি. আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী নিজাম উদ্দিন,পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলী আহসান, অলিনগর এল.বি. আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দে, ছত্তরুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, আলভী ক্লথ এর পরিচালক নুরুল আফছার ছোটন, ডাক্তার পিন্টু (পরিচালক পপুলার ফার্মেসি), নুর আলম (প্রচার সম্পাদক- ঈষান ক্রীড়া সংঘ), কমল নাথ (ক্রীড়া সম্পাদক- তারকা ক্রীড়া সংঘ), লাভলু দাশ ( ধর্ম বিষয়ক সম্পাদক- তারকা ক্রীড়া সংঘ), ইকবাল হোসেন রাফি (সাংস্কৃতিক সম্পাদক- তারকা ক্রীড়া সংঘ), সাজ্জাদ হোসেন সাগর, কাউসার এরাবি মুন্না, সাদ্দাম, আরাভি, নিশাত,আল আমিন, আদর, মিরাজ, আরাফাত,রায়হান, বাপ্পি, সাকিব, আবিদ, অমিত, সাহেদ, আলিম সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here